গাজীপুরে লিয়াকত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Slider বাংলার মুখোমুখি

গাজীপুর: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সন্ত্রাসীদের হাতে নিহত যুবলীগ নেতা লিয়াকত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় গাজীপুর আওয়ামীলীগ অফিসের সামনে রাজবাড়ি রোডে ওই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যন এডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল হাদী শামিম, কাউন্সিলর মনিরুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামীলীগ ২৮ নং ওয়ার্ডের সদস্য সচিব এডভোকেট জাকির হোসেন, নিহত লিয়াকতের ছোট ভাই গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদ ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে ২০১৮ সালের আজকের দিনে স্থানীয় হাড়িনাল ভোট কেন্দ্রে লিয়াকতকে কুপিয়ে হত্যা করে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি জামায়াতের হাতে শহীদ হন লিয়াকত। বক্তারা অবিলম্বে লিয়াকত হত্যাকারীদের বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *