বোরকা পরে কলেজের ছাত্রী হতে পারবে না : সমাজকল্যাণ মন্ত্রী

Slider জাতীয়

105212_ma

ঢাকা: যারা বোরকা পরে তারা কলেজের ছাত্রী হতে পারবে না বলে জানিয়েছেন সমাজ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। গত বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজের ‘লীলানাগ’ হলের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “বোরকা পরে কলেজের ছাত্রী হতে পারবে না। তোমাকে দেশের প্রতীক হতে হবে। পুরুষকে ধাক্কা দিয়ে তোমাকে অগ্রসর হতে হবে। আজকে বোরকা পরা লোকদের ইউরোপে ঘৃণার চোখে দেখে ধিক্কার করে এবং একজন ইসলামী জঙ্গী মনে করে’।

মন্ত্রী বলেন, বোরকা পরা লোকজনকে ইউরোপে ইসলামী জঙ্গী বলে। এ বাস্তবতায় মুসলিম সভ্যতাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র : আরটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *