সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Slider সারাদেশ


শ্রদ্ধা আর ভালোবাসায় গতকাল দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাত ১২টা এক মিনিট থেকে শুরু করে পরের দিন জুড়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। দিবসটিকে ঘিরে এ ছাড়াও নানা কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
খুলনা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষ হতে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ প্রমুখ। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
পাবনা
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে: শ্রদ্ধা আর ভালোবাসায় গতকাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ ছাড়া শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে পাবনা প্রেস ক্লাব।
হাটহাজারী
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুস্প অর্পণ করেন হাটহাজারী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, মডেল থানা পুলিশ সহ সর্বস্তরের জনসাধারণ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শরিফ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত দেবের পরিচালানায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হক, উপজেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।
শায়েস্তাগঞ্জ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপর ২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
তিতাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ, তিতাস উপজেলা প্রেস ক্লাব, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. রুবাইয়া খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী প্রমুখ।

কুলিয়ারচর
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারি কমিশনার ভূমি সারমিনা সাত্তার, ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
ত্রিশাল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : গতকাল দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। অপর দিকে উপজেলার রায়েরগ্রাম বধ্যভূমির পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার প্রমুখ।
বাউফল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব হাওলাদার বক্তব্য রাখেন ।
দৌলতপুর
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুর সাড়ে ১২ টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ প্রমুখ।
গৌরনদী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : সরকারি বে-সরকারি পর্যায়ে আলোচনাসভাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে গতকাল বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ কেন্দুয়ায় যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা নির্বাহী অফিসার মো.মইন উদ্দিন খন্দকার সভাপতিত্ব করেন।
কোটালীপাড়া
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রসাশন পৃথক ভাবে এ দিনটি পালন করে।
গাংনী
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি ঃ শহীদ বৃদ্ধিজীবি উপলক্ষে মেহেরপুরে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন মেহেরপুর কলেজ মোড়স্থ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেঘনা
মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ মেঘনা, কুমিল্লা, কামরুল হাসান উপজেলা এসিলেন্ড, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সহ উপজেলা কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
শাবি
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক অর্পণ।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৮.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন এবং সাড়ে ৮টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাউবি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্য বেদিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।
বশেমুরবিপ্রবি
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১.০০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আলোচনা সভা, শহীদ স্মৃতিস্তম্ভে ও বিশ্বদ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবব।
ইবি
ইবি সংবাদদাতা : বিনম্র শ্রদ্ধায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রো-ভিসি ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *