গাজীপুর: গাজীপুর জেলা বিএনপি অফিসে বিশ্বস্ত কেয়ারটেকার মোঃ রজব আলী আর নেই। বুধবার, নভেম্বর ২৫, ২০২০ রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মোঃ রজব আলী গাজীপুর জেলা বিএনপি’র কার্যালয়ে দীর্ঘ ৪০ বছর যাবত বিশ্বস্ততা সহকারে দায়িত্ব পালন করেছেন।তিনি আজীবন দলের নিবেদিত প্রাণ প্রিয় ব্যক্তি ছিলন।
বৃহস্পতিবার মরহুমের গ্রামের বাড়ী আমতলীর খুন্দিয়া গ্রামে জামে মসজিদে বাদ জহুর নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে।
সকাল ১১ টায় গাজীপুর মহানগর বিএনপি কার্যালয়ে সামনে প্রথম নামাজের জানাজায় অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপি সভাপতি হাসান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলমসহ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সংগঠিনক সম্পাদক আঃ কাদির মোড়ল, বিএনপি গাজীপুর মহানগরের নেতা মোঃ সাইদুল আলম জুয়েল, মরহুমের ভাই রমজান আলী, মোঃচাঁন মিয়া, মোঃ তোফাজ্জল হোসেন মরহুমের ছেলে মোঃ রুবেল হোসেন প্রমূখ।
ডা, মাজহারুল আলম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব এর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন।
আগামী সোমবার বাদ যোহর গাজীপুর মহানগর বিএনপি কার্যালয়ে মরহুম কুলখানি অনুষ্ঠিত হবে।