মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর ঘর পাবেন ষাট গৃহহীন পরিবার

Slider বাংলার সুখবর

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: মজিব বর্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার ষাট গৃহহীন পাবেন প্রধান মন্ত্রীর উপহার।

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে মুজিববর্ষ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম প্রধান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আরও অনেকে। এ উপজেলায় মোট ৬০টি গৃহনির্মাণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *