ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটদের বিক্ষোভ

ফুলজান বিবির বাংলা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে যখন ভোট গণনা চলছে, তখন পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়াতে বিক্ষোভ করছিলেন শত শত বিক্ষোভকারী। তাদের দাবি প্রতিটি ভোট গণনা করতে হবে। অন্যদিকে উইসকনসিন, মিশিগান, জর্জিয়া এবং পেনসিলভ্যানিয়াতে ভোট গণনা বন্ধের দাবিতে আইনি লড়াই শুরু করেছে ট্রাম্প টিম। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ফিলাডেলফিয়াতে বিক্ষোভকারীদের বেশির ভাগই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সমর্থক।

এ রাজ্যে ভোটের হিসাব জো বাইডেনের দিকে অগ্রসর হওয়াতে তাদের মধ্যে আশা জেগে উঠেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন মার্ক ওয়াহল (২৭)। তিনি বলেছেন, এখন আগের চেয়ে স্বস্তি পাচ্ছেন। কারণ, ফল তাদের পক্ষে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমি হতাশ নই। আমি বুঝতে পারি যে, আমরা একটি মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। তাই এমন অবস্থার মধ্যে নির্ধারিত প্রোটোকল থাকতে পারে না বলে আমি মনে করি। প্রথম দিকে আমি কিছুটা বিচলিত ছিলাম। নার্ভাস ছিলাম। পরে মনে করলাম এটাই স্বাভাবিক। নির্বাচনের পরে সবাই একরকম উদ্বেগের মধ্যে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *