রাজশাহী বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল

Slider গ্রাম বাংলা

102630_Hartal

 
রাজশাহী : রাজশাহী বিভাগে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাজশাহী বিভাগের ৮ জেলায় এ হরতাল সর্বাত্মক পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী অঞ্চলের নেতারা। মঙ্গলবার এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম ও বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলসহ ৮ জেলার সভাপতি।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র আসাদুল্লাহ তুহিনকে (১৭) তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। পরে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তার লাশ পাওয়া যায়। র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয় আসাদ তাদের গাড়ি থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *