জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে পাস ৯৫%

Slider শিক্ষা
national_university_981124321
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল সন্ধ্যায় প্রকাশিত হবে। এ পরীক্ষায় পাসের হার ৯৫.০২ শতাংশ।

সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে এবং যে কোন  মোবাইল Message অপশনে গিয়ে nuh3 Roll  লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।

সোমবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

২০১৪ সালের আগস্ট মাসে এ পরীক্ষার লিখিত এবং নভেম্বর মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় ২৭ টি অনার্স বিষয়ে সারাদেশে ২৪১ টি কলেজের ১ লাখ ৫৭ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী মোট ১৩৮ টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

এতে আরও বলা হয়, একই সঙ্গে ২০১২ সালের ৪র্থ বর্ষের যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষ পরীক্ষার মান উন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের ৪র্থ বর্ষের সংশোধিত ফলাফলও প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *