অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনি

Slider সারাবিশ্ব

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন নাগরিক পল আর. মিলগ্রোম এবং রবার্ট বি. উইলসন। অকশন থিওরি বা নিলাম থিওরি এবং নতুন অকশন ফরমেট আবিস্কারের জন্য তাদেরকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স। এর মধ্যে মিলগ্রোম ১৯৪৮ সালের ২০ শে এপ্রিল যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিতে কর্মরত। অন্যদিকে উইলসনের জন্ম যুক্তরাষ্ট্রে ১৯৩৭ সালে। তিনিও একই বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের (অকশন থিওরি) উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য তাঁরা যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মহাসচিব গুরান হ্যানসন বলেছেন, নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম রীতি আবিষ্কারের জন্য পল আর. মিলগ্রম এবং রবার্ট বি উইলসনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের আবিষ্কার বিশ্বব্যাপী বিক্রেতা, ক্রেতা এবং করদাতাদের উপকৃত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *