মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে উন্নত জাতের ক্রসবিড বকনা বিতরণ

কৃষি, পরিবেশ ও প্রকৃতি

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীগণের মাঝে উন্নত জাতের ক্রসবিড বকনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ই অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক সমতলভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ক্রসবিড বকনা বিতরণ করা হয়েছে।

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু প্রধান অতিথি এবং মধুপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডাঃ মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও মধুপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর উপজেলার ৩ নং বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, কাজী আব্দুল মোতালেব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *