যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মামলায় খালেদা হুকুমের আসামি

Slider জাতীয়

f54c0772fcb24fdd05ea784bdb7aead5-Khaledattt

ঢাকা: যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়েছে।

উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান শনিবার বিকালে যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন।

মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা ছাড়াও পেট্রোল বোমা ছোঁড়ার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। আর পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে রয়েছে যাত্রাবাড়ী থানা বিএনপির ৫০ নেতাকর্মীর নাম।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় মামলাটি দায়ের করা হয়।

শনিবার বিকেলে এ মামলা দায়ের করা হলেও রোববার সকালে বিষয়টি প্রকাশ পায়।

ডিএমপির ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোশতাক আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করেন।

মামলার বাদী যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান বলেন, খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে।

গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোঁড়া হলে ২৯ জন দগ্ধ হন। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *