নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জনগনের অভিশাপে স্বাস্থ্যমন্ত্রীর মত দুর্নীতিবাজরা ধ্বংস হবে। তিনি ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজধানীর সূত্রাপুরে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত এক কর্মী সভায় উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, অতিতের রেকর্ড দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, যারাই অন্যায় করেছে কেউ টিকে থাকেনি, থাকতে পারেনি। ক্ষমতাতে তো নেই-ই; পৃথিবীতেও নেই সাবেক বিশে^র স্বৈরাচারী কোন সরকার বা নেতা। অতএব, বাংলাদেশের মানুষের কথা ভেবে এই করোনা পরিস্থিতিতে অন্তত দুর্নীতি থামান। সেই সাথে স্বাস্থ্য-খাদ্য-বাণিজ্য-ত্রাণমন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদেরকে ক্ষমতাচ্যুত করুন। তা না হলে এই দুনীতির দায় আপনিও এড়াতে পারবেন না।
সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব তৈমূর রহমান খান, নাদিয়া আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বার্তা প্রেরক
(নিপুন মিস্ত্রি)
মহাসচিব, নতুনধারা বাংলাদেশ এনডিবি, ০২-৯৫১৪৫৩২