আজ শরৎচন্দ্রের জন্মদিন

Slider জাতীয় সাহিত্য ও সাংস্কৃতি

ঢাকা: আজ বাংলা সাহিত্যর সর্বকালীন একজন প্রধান সারির ও তুমুল জনপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৪ তম জন্মদিন।

শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তিনি একে একে বিন্দুর ছেলে ও অন্যান্য, পরিণীতা, বৈকুণ্ঠের উইল, পল্লীসমাজ, দেবদাস, চরিত্রহীন, নিষ্কৃতি, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, দেনা-পাওনা, পথের দাবী, শেষ প্রশ্ন ইত্যাদি গল্প-উপন্যাস এবং নারীর মূল্য, স্বদেশ ও সাহিত্য প্রবন্ধগ্রন্থ রচনা করেন। এগুলির মধ্যে শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, দেনা-পাওনা এবং পথের দাবী খুবই জনপ্রিয়তা লাভ করে।
তার কালজয়ী চরিত্র শ্রীকান্ত ও দেবদাস।দেবদাস উপন্যাসটি বাংলাদেশ,ভারত ও পাকিস্তানে ৩টি দেশেই এই উপন্যাসটিকে নিয়ে চলচ্চিত্র বানিয়েছে।
নিজের সাহিত্য কর্মের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরেছেন এই অপারেজয় কথা শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *