ঢাকা-৫ এ সালাহউদ্দিন, নওগাঁ-৬ এ রেজাউল বিএনপির প্রার্থী

Slider জাতীয় ঢাকা


আসন্ন চার উপ-নির্বাচনে দুই আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-৫ এ সালাহউদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মোঃ রেজাউল ইসলাম। রোববার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি শূন্য আসনের নির্বাচনের জন্য দলের পার্লামেন্টারি বোর্ড শনিবার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করে। সাক্ষাতকার শেষে মনোনয়ন বোর্ড ঢাকা-৫ এবং নওগাঁ-৬ শূন্য আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতার জন্য এই দুইজন প্রার্থীর নাম চূড়ান্ত করে। সালাহউদ্দিন আহমেদ বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক। শেখ মোঃ রেজাউল ইসলাম নওগাঁ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য। গত নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন নবী উল্লাহ নবী।

আর নওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন আলমগীর কবির।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে ১৭ সেপ্টেম্বর। আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ এবং ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *