ডেস্ক; ঢাকা-৫ আসনে উপনির্বাচনে মনিরুল ইসলাম মনুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসিন দল আওয়ামী লীগ। একইসঙ্গে নওগাঁ-৬ এ মো. আনোয়ার হোসেন হেলালকে মনোনয়ন দিয়েছে দলটি। সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। আরআনোয়ার হোসেন হেলাল রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
উল্লেখ্য, গত ৬ই মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এ আসনটি খালি হয়। এছাড়া সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনটি। এ কারণে এখন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের প্রস্তুতি চলছে।।