বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিকথা

Slider জাতীয় বিচিত্র

কবি মহাদেব সাহা যথার্থই বলেছেন, আবার আসিব ফিরে এই বাংলায় কোন শঙ্খচিল নয়,মুজিবের বেশে
হেমন্ত কুয়াশা আর এই প্রিয় মানুষের দেশে ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম । গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ তার জন্ম । একটি স্বাধীন রাষ্ট্রের স্থপতি হিসেবে তিনি জাতির জনক । আন্দোলনের সাফল্যে তিনি নন্দিত হয়েছিলেন বঙ্গবন্ধু হিসেবে । স্বাধীনতা নামের এই অমূল্য নিয়ামতটি জাতিকে উপহার দেওয়ার জন্য সমগ্র জাতি তার প্রতি চিরকৃতজ্ঞ । বংশ পরস্পরা হিসেবে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মহান দরবেশ ও ইসলাম প্রচারক শেখ আউয়ালের সপ্তম অধঃস্থন বংশধর । বাঙালি জাতিকে তিনি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি, সাহস ও উদ্যম যুগিয়েছিলেন । বাঙালির স্বার্থ সংরক্ষণে তার আপোষহীন নেতৃত্ব তাকে এদেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করে । বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তিনি মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবেন । কারণ আমাদের জাতীয় ইতিহাসের তিনি অবিস্মরণীয় ব্যক্তিত্ব ।

লেখক

সাইফুল ইসলাম
শিক্ষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *