গাজীপুরবাসীর চিন্তার অবসান, মশা মারবে কামান

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

গাজীপুর: মশা মারতে কামান দাগানো এক সময়ের প্রবাদ থাকলেও আজ আর প্রবাদ নয়। প্রবাদ বাক্য বাস্তবেই সত্য প্রমানিত হচ্ছে। মশার সাথে যুদ্ধ করে না পারার কারণে আধুনিক কৌশল প্রয়োগ করা হচ্ছে। প্রবাদ বাস্তব করে মশা মারতে আনা হল কামান। তবে এই কামান গোলাবারুদের কামান নয়। মশা মারতে শক্তিশালী ঔষুধ ছিটানোর কাজে এই কামান ব্যবহার করা হচ্ছে। কামান থেকে যে ঔষুধ ছিটানো হবে সে ঔষুধ দ্রুত সময়ে বেশী সংখ্যক মশাকে আক্রমন করতে পারবে। এতে কম সময়ে বেশী মশা মরবে। মশার আক্রমন কমলে ম্যালেরিয়া ডেঙ্গু সহ মশার সংক্রমে সৃষ্ট রোগ নির্মূল হবে।

এই দুঃসাধ্য সাধনে মশা মারতে কামান এনেছেন গাজীপুর সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মশার উপদ্রব দূর করতে নাগরিক দাবীর প্রেক্ষিতে এই আয়োজন।

বেশ কয়েক মাস আগে গাজীপুরের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছিলেন, মশার গান ভালো লাগে না। সেই থেকে মেয়র জাহাঙ্গীর আলম মশা দূর করতে ফগার মেশিন নিয়ে মাঠে নামেন। মেয়র বিভিন্ন সময় মশা মারতে রিক্সায় করে নগর চষে বেড়িয়েছেন। মশা নিধনে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মহানগরের প্রতিটি ওয়ার্ডে মশার ঔষুধ ছিটানো হচ্ছে নিয়মিত। মশা নিধনে মেয়রের উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *