গাজীপুর মহানগরের গাছায় শোক দিবস পালন

বাংলার মুখোমুখি


মো:আলীআজগর খান পিরু, গাজীপুর: গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্কী পালন করা হয়েছে।

সোমবার দুপুরে গাছা পশ্চিম পাড়া ১নং কলোনী এলাকায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মো:কামাল উদ্দিন এর সঞ্চালনায় মো:মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাছা থানা যুবলীগের সভাপতি প্রার্থী মো:রাশেদুজ্জামান জুয়েল মন্ডল।

তিনি বলেন,মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্কে বুকে ধারন করে দেশবাসি ও বিশেষ করে যুবলীগ যুব সমাজকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। এ দেশে যেন আর কোন দিন পনেরই আগষ্ট এর মত ইতিহাসের কলন্কজনক অধ্যায় না হয় সে দিকে সকলকে দৃস্টি রাখতে বলেন।যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকান্ড ঘটিয়েছে,তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।এখোন যাদের বিচার হয়নি তাদেরকে যেন এদেশের মাটিতে সঠিক বিচার করা হয় প্রধানমন্ত্রীর কাছে তার এ আহবান।তিনি,বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।আয়োজনে ৩৬নং ওয়ার্ যুবলীগকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি ছিলেন,সাবেক গাছা ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি,হাজী এম এ কাদের।৩৬নং ওয়ার্ কাউন্সিলর পদপ্রার্ী ইঞ্জিনিয়ার মো:হুমায়ুন কবির রিপন।উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ সমাজ সেবক মো:আসলাম চৌধুরী,হাজী মো:আব্বাস আলী,মো:মহর আলী,এস এম আজহারুল ইসলাম তপন,মো:চাঁন মিয়া,মো:কাশেম আলী,আমির হামজা রাশেদ প্রমূখ।

জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্সূচির মধ্যে ছিলো কালো ব্যাচ ধারণ,পবিত্র কুরআন থেকে তেলাওয়াত,আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিতি সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *