খালেদাকে দুদিনের আল্টিমেটাম শ্রমিকলীগের

Slider রাজনীতি

60258_dse

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করেছে শ্রমিকলীগের নেতৃত্বে কয়েকটি শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী। আজ বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২ মোড় থেকে মিছিল নিয়ে কার্যালয়ের উদ্দেশে রওনা হয় তারা।  তবে কয়েকশ’ গজ যাওয়ার পরপরই পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে মিছিল নিয়ে ফের গুলশান-২ মোড়ে ফিরে আসে তারা। পরে  সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের জন্য খালেদা জিয়াকে দুদিনের আলটিমেটাম দেয়া হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন, আগামী ২৪শে জানুয়ারির মধ্যে খালেদা জিয়া অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করলে তার  গ্রেপ্তার দাবিতে ২৫শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে গুলশান-২ এর আলম মার্কেটের সামনে খণ্ড খণ্ডভাবে মিছিল নিয়ে তারা জড়ো হতে শুরু করে। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে রয়েছেÑ জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ, সড়ক পরিবহন শ্রমিক লীগ, ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক লীগ, ঢাকা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক লীগ। এ ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশান-২ এলাকায়। খালেদা জিয়ার কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া গুলশানের অলিগলিতে দাঙ্গা পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অবরোধ প্রত্যাহারের দাবিতে গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খালেদার রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে শ্রমিকলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *