সংলাপের নামে সময় অপচয়ের সুযোগ নেই : নাসিম

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা

48404_Nasim
সিরাজগঞ্জ সংবাদদাতা
গ্রাম বাংলা ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া তার দলবলসহ প্রতিদিন বর্তমান সরকারকে অবৈধ বলে গলাবাজি করছেন। আবার বর্তমান সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য দিনের পর দিন আকুতিও জানাতে শুরু করেছেন। ৫ জানুয়ানি সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন হবার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য অকান্ত পরিশ্রম করছেন। এখন সংলাপের নামে সময় অপচয়ের কোনো সুুযোগ নেই। তবে, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে কেউ এগিয়ে এলে তার মূল্যবান পরামর্শ অবশ্যই গ্রহন করা হবে। পবিত্র সংবিধানের বিধান অনুযায়ী ২০১৯ সনে শেখ হাসিনার সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বিএনপিকে অংশ নেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসীর মন জয় করে যদি বিএনপি সে নির্বাচনে জনগণের রায় লাভ করে, তবে গণতন্ত্রের পূজারি হিসেবে আওয়ামী লীগ সে গণ রায় মাথা পেতে নেবে।
রোববার দুপুরে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বড়ইতলীতে ৪৩ মিটার সেতু উদ্বোধন-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সভায় সাধারন সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, কেএম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, রেফাজ উদ্দিন আহমেদ, মোজাম্মেল হক বকুল, গোলাম মোস্তফা তালুকদার মধূ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী পিপুলবাড়িয়ায় শহীদ এম মনসুর আলী সড়কের সম্প্রসারন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিগত নির্বাচনী ট্রেন মিস করে তারা এখন পস্তাচ্ছে। বিভ্রান্ত হয়ে গনতন্ত্রের ভাষা তারা ভুলে গেছে। তাই তারা নিরর্থক বুলি আউড়াচ্ছেন। ৫ জানুয়রীর নির্বাচন প্রতিহত করার নামে তাদের যুদ্ধাপরাধী মিত্রদের সঙ্গে নিয়ে জ্বালাও, পোড়াও ও নরহত্যা ছাড়া তারা কিছুই করতে পারেনি। জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন বুুলি সর্বস্ব দলে পরিনত হয়েছে।
বিগত নির্বাচনকে বৈধ উল্লেখ করে তিনি বলেন, ৫ জানুয়ারী নির্বাচন না হলে দেশের কষ্টার্জিত গনতন্ত্র ধংস হয়ে দেশ নৈরাজ্যের আখড়ায় পরিনত হত। আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে। তাই গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই সব সময় কাজ করে। বিএনপির ভাষায় অবৈধ সরকারের সঙ্গে চীন, জাপান, ভারতসহ বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারের উন্নয়ন অংশীদার হিসাবে কাজ করছে। শেখ হাসিনা সরকার গঠনের পর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ বিশ্বের প্রায় সব দেশ অভিনন্দন বাণী পাঠিয়ে বর্তমান সরকার যে সম্পূর্ণ বৈধ তার স্বীকৃতি দিয়েছে।
মন্ত্রী আরো বলেন, একাধিকবার ক্ষমতায় থেকেও তারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকান্ডের বিচার করেনি। তাদের আমলের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হত্যা, কিবরিয়া হত্যাকান্ডসহ কোন চাঞ্চল্যকার হত্যার বিচর করেনি। অথচ তারাই বড় বড় কথা বলেন। আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যার বিচার করেছে। জিয়াসহ অন্যান্য হত্যারও বিচার করে দেশে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করবে। বিএনপি’র কাছে নয়, বর্তমান সরকার বাংলাদেশের সাধারন মানুষের কাছে দায়বদ্ধ। দেশবাসীই মূল্যায়ন করবেন কারা বাংলাদেশের কল্যাণ বয়ে আনতে পারে। তিনি সকল ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা বরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *