গ্রামবাংলানিউজে সংবাদ প্রকাশের পর কাপাসিয়ায় এক হাসপাতাল বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

Slider জাতীয় টপ নিউজ

গাজীপুর: কাপাসিয়া উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে (আল-হায়াত জেনারেল ক্লিনিক ও হাসপাতাল) অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স ও ক্লিনিক পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় ক্লিনিকের মালিক মোহাম্মদ আজিজুর রহমান আজিজ কে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ,১৯৮২ অনুযায়ী ৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয় এবং ক্লিনিক সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন ইসমত আরা, উপজেলা নির্বাহী অফিসার, কাপাসিয়া।

প্রেস বিজ্ঞপ্তি

প্রসঙ্গত: আল হায়াত হাসপাতাল নিয়ে গ্রামবাংলানিউজে গতকাল সংবাদ প্রকাশ হয়। সংবাদের শিরোনাম ছিল “স্বাস্থ্যবান গাজীপুর”-১: আপাতত দুই হাজার টাকা নেন কাগজপত্র পরে পাঠাই।

লিংক http://grambanglanews24.com/188413/?fbclid=IwAR2xS0jfDiDRA5LCq0DuCu2niGUF65KOdxSTAnHEF09A3V-N0tSeN9AhKK8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *