গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সদর উপজেলার মোল্লারচর এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ হিসেবে শনিবার দুপুর হতে শুকনা খাবার বিতরণ করলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় তিনি বানভাসি মানুষদের খোঁজ খবর নেন। সকালে বালাসী ঘাট থেকে স্পিডবোট নিয়ে মোল্লারচর এলাকার কাচির চর, গোপালপুর, বাটিকামারী সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যাতদের মদ্ধে চিড়া মুড়ি বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন।
পুলিশ সুপার বলেন, বন্যার সুযোগ কাজে লাগিয়ে কোন অপরাধী যেন বন্যা দুর্গত এলাকায় কোন অন্যায় করতে না পারে সেজন্য জেলা পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি নৌপথে বাড়ানো হয়েছে পুলিশি টহল।
এ সময় গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।