টাঙ্গাইলে ট্রাক চাপায় ৪ জন নিহত

গ্রাম বাংলা

60088_tan

বঙ্গবন্ধু সেতু পূর্ব-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় দু’টি ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও  ৩ যাত্রী  নিহত হয়। আহত হয় অপর ২ যাত্রী। নিহতরা হলেন অটোরিকশা চালক টাঙ্গাইল সদর উপজেলার চরপাউলী গ্রামের আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন, কালিহাতী উপজেলার মালতি গ্রামের আব্দুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া , জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরুল ইসলাম কালু ও একই জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের মন্টু সাহার ছেলে নিরঞ্জন সাহা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আলু বোঝাই ট্রাক ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক এলেঙ্গাগামী একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে দুই দিক থেকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *