গাজীপুরে ট্রাস্ট ইনস্টিটিউটের সনদ বিতরণী

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাবিশ্ব

TTTI 1-gazipur

ষ্টাফ করেসপনডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম

গাজীপুর অফিস: বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেণিং ইনস্টিটিউট (টিটিটিআই) এর জানুয়ারী-জুন সেশনের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার সকালে গাজীপুরস্থ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীতে ওই অনুষ্ঠান হয়।

টিটিটিআই এর সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর ব্যভস্থাপনা পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টিটিটিআই বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি কল্যাণ মূলক ও অলাভজনক প্রতিষ্ঠান। তিনি প্রশিক্ষণের মাধ্যমে উপার্জন শীর্ষক প্রকল্পের আওতায় এ ধরণের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিটিটিআই এর অধ্যক্ষ লেঃ কর্ণেল মোঃ আছয়াদুর রহমান খান পিএসসি (অবঃ)। আরো উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোছাদ্দেক হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল আহসান, গাজীপুর কর অঞ্চলের কমিশনার এ কে এম বোরহান উদ্দিন, ফায়েজ আহমেদ ছাড়াও সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে ৮টি ট্রেড কোর্সের মোট ৩ শ ৮৯ জন প্রশিক্ষণার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে ২২৮ জন সামরিক ও ১৬১ জন বেসামরিক ছাত্র-ছাত্রী রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *