ঢাকা: সচিবালয়ের এক নম্বর ফটকে পরপর ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।সচিবালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ
ফাইল ছবি
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল এসে দুর্বৃত্তরা সচিবালয়ের ফটক লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। হাতবোমাগুলো সচিবালয়ের এক নম্বর ফটকের সামনে বিস্ফোরিত হয়।
এদিকে রাজধানীর বংশালের সিদ্দিকবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে হাতবোমার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তারা হলেন- ব্যবসায়ী হেলাল উদ্দিন ও রিকশা চালক আব্দুল মান্নান। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত হেলাল হাসপাতালে জানান, সন্ধ্যা ৭টার দিকে সিদ্দিক বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় তার খুব কাছে হাতবোমা বিস্ফোরিত হয়। এতে তার ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। একই সময়ে দোয়েল চত্বর এলাকায় হাতবোমার বিস্ফোরণে বাম হাতে স্প্লিন্টার বিদ্ধ হওয়ার কথা জানান আব্দুল মান্নান। তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।