বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি ‘র নির্বাহী কমিটির সদস্য আকরাম উল হাসান মিন্টু কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আকরাম উল হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেয়।
এছাড়াও তারা গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক এস এম ইমরান রেজা সহ ছাত্রদলের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান।
গতকাল শনিবার সকালে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি ভাওয়াল কলেজ চত্ত্বর থেকে শুরু করে চান্দনা চৌরাস্তা জাগ্রত চৌরাঙ্গী পদক্ষিন করে পুনরায় ভাওয়াল কলেজ এর মূল ফটকে এ এসে শেষ হয়।
পরে নেতাকর্মীদের এক সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে মিছিলটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাওয়াল কলেজ ছাত্রদল নেতা রাফসানজানি খন্দকার সজল, নয়ন দেওয়ান, রিপন আমির, সুমন শরিফ,শামীম, সৈকত সহ আরো অনেকে।