গাজীপুর: ১৮ জানুয়ারী অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী
মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে নিঁখোজ মোঃ ওমর ফারুক হোসেন(১৭) নামে এক
মুসল্লীর লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সাভিস।
তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ি থানার হাসাইল গ্রামে। তার পিতার
নাম হারুনর রশিদ।
মঙ্গলবার(২০ জানুয়ারী বিকাল ৩টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা সংলগ্ন তুরাগ
নদীর তীর থেকে ওই লাশ উদ্ধার হয়।
গাজীপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক(ডিএডি) আক্তারুজ্জামান লিটন
সংবাদটি নিশ্চিত করে বলেন, মোনাজাত শেষে নৌকাযোগে যাওয়ার সময়
তিনি নৌকা থেকে পড়ে গিয়ে নিঁখোজ হয়। দুই দিন নদীতে খোঁজাখুঁজি করে তার
লাশ পাওয়া যায়। তার পড়নে ছিল পাঞ্জাবী।