ক্ষণিকের অতিথি
——–অরনী চৌধুরী
জানি না আরেকটি ভোর হবে কিনা
সকালের সূর্য টা দেখবো কিনা?
জানি না অদূরে থাকা সন্তানের আর দেশে ফেরা হবে কিনা?
জানিনা ভাই বোনের সাথে আর দেখা হবে কিনা?
মায়ের হাসিমাখা মুখ আর দেখবো কিনা?
জানিনা প্রিয়জনের কাছে আর ফেরা হবে কিনা?
জানি না বন্ধুর সাথে টঙের দোকানে চায়ের আড্ডা হবে কিনা?
জানি না স্টার সিনেপ্লেক্স বন্ধুদের সাথে পপকর্ণ খেতে খেতে আর সিনেমা দেখবো কিনা?
জানি না জানি না প্রিয় জনের সাথে হাতে হাত রেখে রিকশায় আর ঘুরা হবে কিনা?
জানি না এটাই আমাদের শেষ বসন্ত কিনা?
জানি না পহেলাবৈশাখে আর কখনো লাল সাদা শাড়ি পড়া হবে কিনা?
জানিনা ঝুম বৃষ্টিতে আর কখনো ভিজতে পারবো কিনা?
জানিনা সমুদ্র স্নানে আর কখনো যাওয়া হবে কিনা?
জানিনা জ্যোৎস্নার রাতে আর কাব্য গাঁথা হবে কিনা?
জানিনা রাত পোহালে ফজরের নামাজ টা আর পড়তে পারবো কিনা?
জানি না আমরা কিছুই জানি না
ক্ষণিকের জীবনে আমরা সবাই অথিতি
ফিরে যেতে হবে সবাইকে রয়ে যাবে সব স্মৃতি শুধুই স্মৃতি।