সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ কোভিড-১৯ এর দুর্যোগময় পরিস্থিতিতে মধুপুরে স্বাস্থ্য বিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করে মুখে মাস্ক না পড়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় অবাধে ঘোরাফিরা করার অপরাধে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ শে জুন) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন পথচারীদের ভিন্ন ভিন্ন পরিমানে মোট ১৬০০ টাকা জরিমানা করেছেন। সারাদেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের হাত থেকে জনসাধারণের সুরক্ষার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। আর এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন ।
উল্লেখ্য যে, তিনি করোনা ভাইরাসের শুরু থেকেই জনসাধারণকে বিভিন্ন ভাবে জনসচেতনতার মাধ্যমে বিভিন্ন মহলে সুনাম অর্জন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের সচিব তাকে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করে পত্র পাঠিয়েছেন।