সিলেটের আদালতপাড়ায় করোনার থাবা, আক্রান্ত ১৯ জন

Slider জাতীয়

সিলেট প্রতিনিধি :: সিলেটের আদালত পাড়ায় থাবা বসাচ্ছে বৈশ্বিক মরণব্যাধি করোনা। দিন দিন বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। সিলেট জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রেটসহ মোট ৮ জন স্টাফ করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের মাধ্যে স্ট্যানো টাইপিস্ট, জারিকারক, ড্রাইভার ও অফিস সহায়ক রয়েছেন।

প্রথমে তিনজন করোনা পজেটিভ হওয়ার পর ওসমানী মেডিকেল হাসপাতালের ল্যাবে পরীক্ষাকায় আরো ৫ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।

সিলেট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপংকর পাল জানান, সিলেট জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রেটসহ মোট ৮ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন স্ট্যানো টাইপিস্ট, জারিকারক, ড্রাইভার ও অফিস সহায়ক। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলশনে আছেন এবং তারা সবই এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানান দীপংকর পাল।

এছাড়াও সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতেরও ১১ জন স্টাফ মরণব্যধি করোনায় আক্রান্ত রয়েছেন বলে জানিয়েছেন সি‌লেট চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট এর কর্মকর্তা আবুল কা‌শেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *