করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

Slider জাতীয়


মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন। আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, গত ৩রা জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. মুজিবুর রহমান রিপন।করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ধরা পড়ে। সেখানে চিকিৎসা হয়। এরপর দুই বার তার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। গত ১৬ই জুন ফের পরিক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। আজ সকালে তার মৃত্যু হয়।

দেশে করোনা সংক্রমণ শুরু থেকে এই পর্যন্ত ৪২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।।
আপনার মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *