ভাইবার-ট্যাঙ্গোর পর হোয়াটসঅ্যাপ মাইপিপল ও লাইনের সেবাও বন্ধ

Slider তথ্যপ্রযুক্তি

102632_vaiber tengo
দেশে মোট পাঁচটি ভয়েস ও মেসেজিং সেবা বন্ধ করে দিয়েছে সরকার। রোববার ভাইবার ও ট্যাঙ্গোর পর হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস ও মেসেজিং সেবা বন্ধ করে দেয়া হয়েছে। রোববার ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের পর বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর কাছ থেকে এ সেবা দুটি বন্ধের অনুরোধ করায় তারা এগুলো বন্ধ করে দেন। কারণ আইনশৃঙ্খলা বাহিনী মনে করে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাম্প্রতিক সময়ে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করছেন। এমনকি নাশকতার কাজেও প্রয়োজনীয় যোগাযোগ সারা হচ্ছে ভাইবার ব্যবহার করে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সেবা দুটি বন্ধে বিটিআরসির সহায়তা চায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি থেকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয় মোবাইল কোম্পানি ও আইজিডব্লিউগুলোর কাছে। এরপর শনিবার রাত থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়। তাই একই কারণে অন্য তিন সেবাও বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *