ভূঞাপুরে কৃষি উপ-সহকারী ও চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৬

ফুলজান বিবির বাংলা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুরে আরও নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এরা হচ্ছেন : ভূঞাপুর উপজেলা কৃষি অফিসের কৃষি উপ-সহকারী, মীম-মটরর্সের দুই কর্মচারী, আইডিয়াল ও সাদিয়া ক্লিনিকের দুই চিকিৎসক এবং গাজীপুর থেকে আসা পৌর এলাকার বামনহাটা গ্রামের এক জন।

আজকে বৃহস্পতিবার (১৮ ই জুন) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. মহী উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. মহী উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, “করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্য ৫ জন স্থানীয় বাসিন্দা ও একজন গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতো। গত বুধবার (১১ ই জুন) মোট ১৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজকে বুধবার (১৭ ই জুন) রাতে ৬ জনের ফলাফল করোনা পজেটিভ জানানো হয়। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।”

আর এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেছেন, “করোনায় নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়িতেই আইসোলেশনে রাখা হবে এবং তাদের বাড়িতে স্বাস্থ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *