মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর ৪, ৫ ও ৬ এই ৩টি ওয়ার্ডের রেডজোন এরিয়া নিয়ন্ত্রণে পুলিশের চেকপোস্ট সহ করাকরি ভাবে চলছে পুলিশি টহল।
এ সম্পর্কে পৌর ৪ ও ৬ নং ওয়ার্ডের প্রবেশ পথ, মুনশুরপুর বাইপাস সড়কের বড়নগর মোড়ে, চেকপোস্টের ডিউটিতে থাকা কালীগঞ্জ থানার উপ পরিদর্শন (এসআই) কাজী শাওন বলেন, কালীগঞ্জে গতকাল ১২ই জুন শুক্রবার রাত ১২.০০ থেকে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের নির্দেশে রেডজোন এরিয়ায় ৪টি চেকপোস্ট সহ থানা পুলিশের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো জানান, রেডজোন এরিয়ায় জরুরী স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মোঃ শিবলী সাদিকের দেওয়া, পরিচয় পত্র থাকা হোম ডেলিভারি সার্ভিসের কাজে নিয়োজিত লোক আর অ্যাম্বুলেন্স ছাড়া কোনো লোক, ছোট বর যানবাহন প্রবেশ বা বাহির হতে দেয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, মুনশুরপুর বাইপাস সড়কের বড়নগর মোড়, বালীগাঁও (মোড়ল বাড়ি) বাইপাস যাত্রী ছাউনী, কালীগঞ্জ মহিলা কলেজের সামনে এবং ৫ নং ওয়ার্ড বালীগাঁও পূর্বপাড়া নিয়ে ৪টি চেকপোস্ট বসানো হয়েছে।
কালীগঞ্জে স্বাস্থ্যবিধি আমান্য করায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
গাজীপুরের কালীগঞ্জে পৌর ৪, ৫ ও ৬ এই ৩টি ওয়ার্ডে করোনা রোগী মাত্রাতিরিক্ত বেরে যাওয়ায়, ৩টি ওয়ার্ডকে গাজীপুর জেলা প্রশাসক ১২ই জুন শুক্রবার রাত ১২টা থেকে রেডজোন এরিয়া হিসাবে ঘোষণা করেছে।
রেডজোন এরিয়া নিয়ন্ত্রণে ১৩ই জুন শনিবার সকালে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত এরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি সহ অন্যান্য অপরাধে ৬ জনকে ১১,৪০০ টাকা অর্থদণ্ড সহ ১১টি মামলা দায়ের করেন।
এছাড়া কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের নির্দেশে, মুনশুরপুর বাইপাস সড়কের বড়নগর মোড়, বালীগাঁও (মোড়ল বাড়ি) বাইপাস যাত্রী ছাউনী, কালীগঞ্জ মহিলা কলেজের সামনে এবং ৫ নং ওয়ার্ড বালীগাঁও পূর্বপাড়া এলাকায়, ৪টি পুলিশের চেকপোস্ট বসানো সহ টহল টিমের মাধ্যমে রেডজোন এরিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে।