করোনা মহামারীতেও থেমে নেই প্রতারক চক্ররা।

Slider ফুলজান বিবির বাংলা

টঙ্গী: বিকাশ প্রতারক চক্রের সহযোগী এক ভূয়া সাংবাদিকসহ মূল হোতাকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপে কারনে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করায় মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার বেড়ে যায় অনেকগুন। যার ফলশ্রুতিতে প্রতারক চক্ররা এই সুযোগকে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গত ০৪/০৬/২০২০ইং তারিখে টঙ্গী পশ্চিম থানায় বিকাশের প্রতারনায় স্বীকার হয়ে জিডি করতে আসে এক জনৈক ব্যক্তি।

ওসি, পশ্চিম থানায এসআই হাসানকে ইনকোয়ারি দায়িত্ব দিলে বিষয়টা গুরুত্ব বিবেচনা করে জোনাল এসি টঙ্গী, থোয়াইঅংপ্রু মারমা কাছে এসে জানালে সাথে সাথে মামলা নেওয়ার জন্য নির্দেশনা দিলেই মামলা রূজু হয়। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর পশ্চিম রামপুরা থানা এলাকা থেকে হাতিরঝিল থানার সহযোগিতায় প্রতারক চক্রের ভূয়া সাংবাদিক শোভা আক্তার পরিচয়ে এক সহযোগীসহ প্রতারক চক্রের মূল হোতা মিন্টু মিয়াকেকে গ্রেপ্তার করে পশ্চিম থানা পুলিশ। এর আগেও একই মামলার আসামি মাঠ পর্যায়ে বিকাশ এজেন্ট থেকে টাকা সংগ্রহকারী এক সদস্যেকে এজেন্ট দোকান থেকে টাকা সংগ্রহ করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির একাউন্ট পর্যালোচনায় দেখা যায়,গত মার্চ মাসে প্রতারনার জন্য ভুল ঠিকানা ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট একাউন্ট খোলা হয়েছে । উক্ত একাউন্ট মার্চ মাসের খোলার পর থেকে গতকাল(১১/০৬/২০২০) পর্যন্ত ট্রানজেকশন হয়েছে প্রায় ৬৪ লক্ষ টাকা।
উক্ত গ্রেপ্তারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *