১৪ কেজি ভাত, ১৮০টি কলা ও ৮ কেজি আলু খায় যে শিশু! (ভিডিওসহ)

বিচিত্র

ডেস্ক : শিশুটির নাম সুমন খাতুন। বয়স মাত্র ৯ বছর। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। ওজন ২০৩ পাউন্ড। এই বয়সে তার যে ওজন থাকার কথা ছিল, তার চেয়ে পাঁচ গুণ বেশি। উচ্চতা মাত্র ৩ ফুট ৫ ইঞ্চি।

যে খাবার সে খায়, তাতে পূর্ণ বয়স্ক কয়েকজনের হয়ে যাওয়ার কথা। সপ্তাহে তার দরকার হয় ১৪ কেজি চালের ভাত, ৮ কেজি মাছ, ১৮০টি কলা, ৮ কেজি আলু। তার প্রিয় খাবার মিষ্টি ও কেক। কিন্তু তার ক্ষুধা এতই বেশি যে, এতেও তার পেট ভরে না। বিশ্বের সবচেয়ে মোটা শিশু সে।

এত খেয়েও সুখে নেই সুমন। মোটা হওয়ার নানা যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে। বসতে, হাঁটতে, শুতে, স্কুলে যেতে তাকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর সমস্যায় আছে তার মা-বাবা।

তার মা মুমবেলি বিবি জানান, তারা তাদের মেয়ের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। তিনি স্থানীয় চিকিৎসকদেরও শরণাপন্ন হয়েছিলেন।

চিকিৎসকেরা জানিয়েছে, দ্রুত ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে শিশুটি নানা সমস্যায় আক্রান্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *