ক্রীড়া ডেস্ক : ফুটবল মাঠে ঢুকে ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্টের খেলোয়াড় কেভিন উইলসনকে ঘুষি মারলেন ডার্বি কাউন্টির এক সমর্থক। তবে এমন কাণ্ড ঘটিয়ে নিস্তার পাননি তিনি। ম্যাচে দায়িত্বরত পুলিশ তাকে আটক করেছে।
নটিংহ্যাম ফরেস্ট ও ডার্বি কাউন্টির মধ্যকার ম্যাচটিতে অবশ্য চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠে লড়াইটা হয়েছিল সেয়ানে সেয়ানে। শেষ পর্যন্ত কাউন্টির বিপক্ষে ২-১ গোলে জয় পায় ফরেস্ট।
এদিকে প্রিয় দলের হার বোধ হয় মেনে নিতে পারছিলেন না কাউন্টির উগ্র সমর্থক। তাই বলে মাঠে পরিবেশ নষ্ট করবেন তিনি? করলেন তা-ই। ম্যাচ শেষে কেভিন উইলসনকে সজোরে ঘুষি মারলেন ওই সমর্থক।