ঘোড়াশালে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Slider ফুলজান বিবির বাংলা

বিল্লাল হোসেন, পলাশ নরসিংদী: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদীর পলাশ উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৭মে) নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে পলাশ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করে ঘোড়াশাল পৌরসভা। ঘোড়াশাল পৌরসভার ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের ৩৮০জন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাহাজালাল তালুকদার, ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, জুলহাস মিয়া, শহিদুল ইসলাম রুমেল, কবির হোসেন, আলম খন্দকার, সুরাইয়া মফিজ, পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ প্রমুখ।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার যে কর্মসূচি হাতে নিয়েছে তারই আলোকে জননেত্রীর নির্দেশে এবং আমাদের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ মহোদয়ের নির্দেশে পর্যায়ক্রমে প্রত্যেকের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌছে দিবো। এবং ঈদের আগেও আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে ঈদ প্যাকেজ পৌছে দেওয়ার চেষ্টা করবো। ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, এ খাদ্য সামগ্রী আপনাদের অধিকার। ঘোড়াশাল পৌরসভার নাগরিকরা আপনাদের অধিকার নিবেন। আপনাদের সকলের দোয়া চাই, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *