মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না

রাজনীতি

46232_er

ঢাকা: ক্ষমতায় যাওয়ার জন্য আর কত লাশের প্রয়োজন! মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে এরশাদ বলেন, একটি দল মানুষকে জিম্মি করে রাজনীতি করতে চায়। তাদের কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ অনাহারে রয়েছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকারকে এ ব্যর্থতার জন্য জবাবদিহি করতে হবে। এরশাদ জনগণের উদ্দেশ্যে বলেন, অন্যায়কে সহ্য করা বড় অপরাধ। আমরা বসে থেকে অপরাধী হতে পরি না। রাস্তায় নামতে হবে। এদের ঘৃণা করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। আপনাদের প্রতিবাদ করতে হবে। এদের প্রত্যাখান করতে হবে। জাতি আজ মহাদুর্যোগে পতিত হয়েছে। এ দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ। মানুষই এ দুর্যোগ সৃষ্টি করেছে। এ দুর্যোগ থেকে বেরিয়ে আসতে জাতীয় প্লার্টফর্ম তৈরির আহ্বান জানান তিনি। এরশাদ বলেন, মানুষের রক্ত নিয়ে হেলি খেলা হচ্ছে। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। নারী, শিশু কেউ রক্ষা পাচ্ছে না। বাসের হেলপার ঘুমিয়ে ছিলো, তাকেও পুড়িয়ে মারা হয়েছে। কারও প্রতি মায়া মমতা নেই। বিএনপির উদ্দেশ্যে এরশাদ প্রশ্ন তোলেন, নতুন বছরে জনগণকে কি উপহার দিয়েছেন! মানুষের ভাগ্য পরিবর্তানের কথা বলেন। অথচ ২৮ জন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ২৪ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এই কী তার নমুনা! ভাগ্য পরিবর্তনের কথা বলে মানুষকে পুড়িয়ে মারেন, এই কী রাজনীতি! জনগণের উদ্দেশ্যে এরশাদ আরও বলেন, শান্তি চাইলে জাতীয় পার্টির পতাকাতলে আসুন। একমাত্র জাতীয় পার্টি শান্তি আনতে পারে। এ দু’দল প্রতিহিংসার রাজনীতি ছাড়তে পারবে না। এদের পরিত্যাগ করুন। তিনি বলেন, আমরা বলি জনগণই ক্ষমতার উৎস। অথচ তাদেরকেই পুড়িয়ে মারছি। এ কোন রাজনীতি। জানমাল নিয়ে ছিনিমিনি খেলছি। মানুষ এ দু‍’দলের অপরাজনীতি থেকে বাঁচতে চায়। আমরাও চাই দু’দলমুক্ত রাজনীতি। এরশাদ বলেন, কথা দিচ্ছি আমি আমার ফিরে এলে সন্ত্রাস বন্ধ হবে। সংঘাতের রাজনীতি বন্ধ হবে। উন্নয়ন ফিরে আসবে। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে এখন রাজনৈতিক সন্ত্রাস চলছে। এর দায় সরকারকেই নিতে হবে। জাতীয় পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। জাতীয় পার্টি ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, মিছিল-মিটিং করার স্বাধীনতা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। সেইসঙ্গে জ্বালাও-পোড়াও চলতে দেওয়া যাবে না। ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান এমপি, সুনীল শুভরায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *