রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বাসের ধাক্কায় এমএ সাত্তার (৫০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি গুলশান জোনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবের সামনের রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আট নম্বর পরিবহনের একটি দ্রুত গতির বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ৯টায় চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় বাস ও তার চালককে আটক করা হয়েছে।