ঢাকায় করোনার উপসর্গ নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু

Slider জাতীয় টপ নিউজ


ঢাকা: করোনা উপসর্গ নিয়ে ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমানের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে মৃত্যু হয়েছে।

ঢামেক কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ভোরের কাগজ পরিবার।

আসলাম রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। বুধবার (৬ মে) তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আসলাম রহমান একজন কবি। ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *