করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

Slider জাতীয়


করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রঘুনাথ রায় নামের আরেক পুলিশ সদস্য। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। ৪৮ বছর বয়সী রঘুনাথ সহকারি উপপরিদর্শক (এএসআই) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রঘুনাথ রায়ের করোনা ভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আজ বুধবার সকাল ৮টা ২০মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ৬ সদস্য মৃত্যবরণ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *