নিম্নচাপের আবহাওয়া কি করোনাকে আরও ভয়ঙ্কর করে তুলবে?

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি জাতীয়

ঢাকা: নিম্নচাপ আর বৃষ্টিতে প্রাণঘাতী করোনাভাইরাস কি দমে যাবে? এই আশায় আপাতত গুড়ে বালি। কোভিড-১৯ এখনো এক রহস্য ভাইরাস, এর উপসর্গ দিনে দিনে বহুবার রূপ বদলেছে। তাই এর সম্পর্কে বেশি কিছু এখনই সুনির্দিষ্ট আকারে বলা কঠিন। যদিও নানা রকম গবেষণা নানা জায়গায় হচ্ছে, সেগুলো এখন একত্র করলেও এর থেকে কিছু বলার সময় আসেনি।

অসময়ের বৃষ্টিতে কি আমাদের লাভ হবে? ভারতের মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস স্বীকার করেন, ভাইরাসের এই চরিত্রের দিকটি আমাদের জানা নেই। দেশটির ‘ন্যাশনাল ইনস্টটিউট ফর বায়োমেডিক্যাল জেনোমেটিক্স’-এর অধিকর্তা ও বিজ্ঞানী পার্থপ্রতিম মজুমদার বলেন, ‘বৃষ্টি ও গরমের সঙ্গে ভাইরাসের বাড়া-কমার কোনও বৈজ্ঞানিক ভিত্তি এখনও পর্যন্ত নেই।’

ইসার (আইআইএসইআর)-এর হিউম্যান প্যাথোজেনিক ভাইরাসের সংক্রমণজনিত অসুখের গবেষক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাইরাস হাওয়ায় ছড়ায় না, মানুষের থেকে মানুষে ছড়ায়। বৃষ্টি-জলে কোভিড-১৯-এর প্রকোপ কমবে তা বলার সময় এখনও আসেনি।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *