গাজীপুরে মেয়রের খাদ্য সহায়তা পেলেন পরিবহণ শ্রমিকেরা

Slider জাতীয় বাংলার সুখবর


গাজীপুর: লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া শ্রমিক এবং প্রাইভেটখাতে চলা রেন্ট-এ কারের শ্রমিকদের খাদ্য সহায়েতা প্যাকেজ দিলেন
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড মোঃ জাহাঙ্গীর আলম।

গতকাল রোববার গাজীপুর আন্তঃ জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিকদের ডেকে এনে তিনি খাদ্যসহায়তা তুলে দেন। শত শত শ্রমিক এসময় মেয়রের হাত থেকে ত্রান সামগ্রী গ্রহন করেন।

এরপর মেয়র প্রাইভেটখাতে চলা রেন্ট-এ কারের শ্রমিকদের খাদ্য সহায়েতা প্যাকেজ প্রত্যেকের প্রত্যেকের হাতে তুলে দেন। প্রত্যেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে মেয়র এসব সামগ্রী বিতরণ করেন।

প্রসঙ্গত: মেয়র জাহাঙ্গীর আলম ভয়ঙ্কর করোনা ভাইরাসের আক্রমনে ভেঙ্গে পড়া জনজীবন দাঁড় করিয়ে রাখতে গাজীপুর মহানগরবাসীর এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন প্রথম থেকেই। নগরবাসী চিকিৎসা, সেবা নিরপত্তা সহ বেঁচে থাকার মৌলিক অধিকার সমূহ সুরক্ষার সাধ্যমত ব্যবস্থা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *