বন্ধ হচ্ছে বরিশাল-ঢাকা রুটে রাতে বাস চলাচল

বরিশাল রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিবদেক, বরিশাল : অবরোধ ও হরতালে বাসে ভাংচুর ও অগ্মিসংযোগ করায় বন্ধ হচ্ছে বরিশাল-ঢাকা রুটে রাতে বাস চলাচল।

এই রুটটিকে ঝুকিপূর্ণ বলে দাবি করেছেন জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তাই এই রুটে দিনের বেলায় বাস ও রাতের বেলায় মালবাহী ট্রাক চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের কারনে বরিশাল-ঢাকা মহা সড়ক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় সময়ই এ রুটের বাসে অগ্নিসংযোগ, ভাংচুর, ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করছে অবরোধকারী কিংবা হরতালকারীরা। যাত্রীরা আতংক, উৎকন্ঠা ও ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এরই প্রেক্ষিতে বুধবার জেলা বাস মালিক গ্রুপের এক সভায় বরিশাল-ঢাকা রুটে রাতে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।  ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও বিএমপির ট্রাফিক বিভাগের ডিসি আবু সালেহ মোঃ রায়হান।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বরিশাল-ঢাকা রুটে বাস চলাচল ঝুকিপূর্ণ হওয়ার বিষয়ে মতামত প্রদান করেন।

এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-বরিশাল রুটের বাস চলাচল যাতে বিঘœ না ঘটে ও নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ফোন নম্বর বাস চালকদের প্রদান করে।

ওই বৈঠকে দিনে বাস চলাচল ও রাতে ট্রাক চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন বৃহস্পতিবার জানান, যাত্রীদের নিরপত্তার কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই আলোচনার সিদ্ধান্ত ঢাকায় কেন্দ্রীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত আসলেই শুক্রবার রাত থেকেই ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *