গাজীপুরে দুই ‍ দিন পূর্বের ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হয়নি

Slider গ্রাম বাংলা ফুলজান বিবির বাংলা


গাজীপুর: সরকারি তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ২৯ এপ্রিল প্রেরিত নমুনা থেকে জানা গেছে নতুন কেউ আক্রান্ত হয়নি। মানে ২৮ তারিখের ২৪ ঘন্টায় কারো শরীরে করোনায় অত্বিত্ব পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক গ্রুপে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৯ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জেলার পাঁচটি উপজেলার কোথাও কোন করোনা পজিটিভ ধরা পরেনি।

গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ জেলায় নতুন করে কোনও রোগী করোনা আক্রান্ত হয়নি।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৭৪৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ৭১ জনের।

উল্লেখ্য, গাজীপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

প্রসঙ্গত: সারা বাংলাদেশে তাৎক্ষনিক আপডেট তথ্য পেলেও গাজীপুরে পেতে হয় দু্ই দিন পর। সেই ধারাবাহিকতায় আজ ১মে, ২৮ এপ্রিলের সামারী ২৯এপ্রিলে প্রেরিত তথ্যের ফলাফল জানানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *