হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার লক্ষে লালমনিরহাট-২ ( কালীগঞ্জ -আদিতমারী) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে কালীগঞ্জ উপজেলার ৫ হাজার কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল,ডাল, তেল,আলু, লবন ইত্যাদি।
বুধবার (২৯ এপ্রিল ) মন্ত্রী’র পক্ষে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ১৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।এসব খাদ্য সামগ্রী খাদ্য পেয়ে সাধারণ মানুষ খুশি। তারা মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানান।