বাংলাদেশের অবস্থা স্থিতিশীল : জাতিসঙ্ঘ মহাসচিববে রাষ্ট্রপতি

Slider জাতীয় টপ নিউজ ঢাকা রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

47898_hamid
গ্রাম বাংলা ডেস্ক:  রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতিসঙ্ঘ মহাসচিব বান কি-মুনকে বলেছেন যে, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে বিশেষ করে নির্বাচনের পর থেকে খুবই স্থিতিশীল।

রাষ্ট্রপতি বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে বান কি-মুনের সঙ্গে এক বৈঠকে বলেন, জনগণ নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে এবং তারা এক উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে সাধারণ মানুষের মাঝে স্বস্তির মনোভাব বিরাজ করছে এবং বিশৃঙ্খলা ও অস্থিশিলীতায় তাদের সামান্যতম আগ্রহ নেই।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বাসসকে একথা জানান।
বৈঠকে বাংলাদেশ ও জাতিসঙ্ঘ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতি হামিদ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ এই মিশনের কমান্ড পদে প্রতিনিধিত্ব আশা করে।
তিনি বলেন, শন্তিরক্ষার কাজ আমাদের অবদান ও অঙ্গীকারের নিরিখে আমরা আশা করি যে, বাংলাদেশ সদর দফতরগুলোতে বেসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রে মাঠ ও সিনিয়র স্টাফ পর্যায়ে কমান্ড পদে অধিকতর ভালো অবস্থানে থাকবে।
বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং এ প্রসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত শান্তিরী প্রস্তুত ও মোতায়েনে বান কি-মুনের আহ্বানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়া দেয়ার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, তাঁর দেশের উন্নয়নে জাতিসংঘ মহাসচিবের অবিচ্ছিন্ন মনোযোগকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।
বান কি-মুন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে দারিদ্র্য হ্রাস, প্রজনন স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের উন্নতির প্রশংসা করেন।
জাতিসঙ্ঘে শিগগিরই অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের আয়োজক জাতিসঙ্ঘ মহাসচিব বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন।
তিনি দুর্যোগ ব্যবস্থাপনায়ও বাংলাদেশের ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পে রাষ্ট্রপতি কার্যালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলী, জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেইন এবং প্রেস সচিব ইহসানুল করিম এবং জাতিসংঘের পে জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমেরাহ হক জাতিসঙ্ঘ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ বংশোদ্ভূত আমেরাহ হক রাষ্ট্রপতির সঙ্গে তাঁর হোটেল সাক্ষাৎ করেন।
বৈঠকে দ্বিপীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশী নীল হেলমেটধারীদের (সেনাবাহিনী) প্রশংসা করেন।
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *