নারায়ণগঞ্জে ডাক্তার পরিবারের ১৮ সদস্য করোনায় আক্রান্ত নিয়ে হৈ চৈ

Slider জাতীয় বিচিত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিকেল অফিসারের পরিবারের ১৮ জন সদস্যের শরীরে করোনাভাইরাস পজেটিভ বলে শনাক্ত হয়েছে। পরিবারটি সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বসবাস করেন। তবে পরিবারের এতোজন সদস্য আক্রান্ত হলেও ওই মেডিকেল অফিসার শিল্পী আক্তার নিজে করোনায় আক্রান্ত হননি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৮ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার পর সোমববার প্রাপ্ত রিপোর্টে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে ডা. শিল্পী আক্তারের ভাই আনিসের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডসিআরে পাঠানো হয়। সোমবার তাদের নমুনার প্রাপ্ত রিপোর্টে করোন পজেটিভের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, মেডিকেল অফিসার শিল্পী আক্তারের শরীরে করোনা পজেটিভ আসেনি।
তবে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বাড়ির আশপাশে থাকা নিকট আত্মীয় স্বজনের মধ্যে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে। সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষায় পজেটিভ এলেও আক্রান্তদের মধ্যে করোনার কোন ধরণের উপসর্গ নেই। শারীরিক অবস্থাও মোটামুটি ভালো। তারা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *