রংপুর ৫১ বিজিবি’র পাটগ্রামে জরুরী এাণ সামগ্রী বিতরণ

জাতীয় রংপুর


কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :কোভিড – ১৯ মহামারী মোকাবেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতা ও রংপুর ব্যাটালিয়ন (৫১বিজিবি) এর ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার বাউরা ও দহগ্রাম ইউনিয়নের ৫ শতাধিক দুস্থ জনসাধারণের মাঝে জরুরি এাণ সামগ্রী করেন প্রধান অতিথি লেফটেনেন্ট কর্নেল জনাব মোঃ ইসহাক আলী, অধিনায়ক ৫১ বিজিবি রংপুর।

এসময় পানবাড়ী কোম্পানি কমান্ডার মোঃ খাইরুল ইসলাম, দহগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, দহগ্রাম আওয়ামী লাগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। সামাজিক দুরত্ব নিশ্চিত করে সকলের মাঝে জরুরি এাণ সামগ্রী বিতরণ করে প্রধান অতিথি লে: কর্নেল মোঃ ইসহাক আলী। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবেন এবং সরকার কর্তৃক ঘোষিত নিয়মাবলী মেনে চলবেন।আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো তাই আর দেরি নয় এখন থেকে সকলেই করোনা মুক্ত জীবনের বাস্তবতা নিশ্চিত করতে আগের চেয়েও বেশি করে সচেতন হবো এবং সাবধানে থাকবো। সর্বোপরি পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে চলবো আল্লাহর প্রতি ভরসা রাখি তিনি যেনো আমাদের সকলের হেফাজত করেন।আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা কামনা রইলো। তবে খাদ্য সামগ্রী হাতে পেয়ে বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকার ভোগীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *